NOTICE
The devotees are inquiring about sending offerings (dhoti, sari, pranami, etc.) for the Durga Puja. In view of such inquiry, the devotees are made aware of the following norms to enable them to deposit the items at the Belur Math:
- There will be a counter near the main gate, where the devotees will be able to deposit the items brought by them.
- The counter will remain open only on the Sundays, the timings being 9.00 to 11.00 a.m. and from 3.30 to 5.30 p.m.
- Two persons will be allowed to come to the counter at a time.
- At the entry point, each person will be checked by thermal gun and will be given hand sanitizer.
- Each person must put on mask.
- This system will start from the next Sunday, 6 September 2020.
বিজ্ঞপ্তি
দুর্গাপূজা উপলক্ষে ভক্তগণ বিভিন্ন জিনিস (ধুতি, শাড়ি, প্রণামী, ইত্যাদি) নিবেদনের জন্য নানা ভাবে খোঁজখবর করছেন। তাঁরা যাতে ঐসকল দ্রব্যাদি বেলুড় মঠে দিয়ে যেতে পারেন তার জন্য ভক্তগণকে জানানো যাচ্ছে যে—
১) বেলুড় মঠের প্রধান প্রবেশদ্বারের নিকটে একটি কাউন্টার-এ ভক্তগণ উক্ত দ্রব্যাদি জমা দিতে পারবেন।
২) এই কাউন্টার-টি রবিবারে খোলা থাকবে—সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকাল ৩.৩০টা থেকে ৫.৩০টা পর্যন্ত।
৩) একসঙ্গে ২ জনকে কাউন্টার-এ আসতে দেওয়া হবে।
৪) প্রবেশদ্বারে প্রত্যেককে থারমাল গান দিয়ে পরীক্ষা করা হবে এবং হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে।
৫) প্রত্যেককে মাস্ক পরে আসতে হবে।
৬) এই ব্যবস্থা শুরু হবে আগামী ৬ সেপ্টেম্বর ২০২০ থেকে।